আনন্দের সাথে সকল শুভার্থীদের জানাই যে,

আমাদের পুত্র কৃভান -এর
শুভ অন্নপ্রাশনের দিন ধার্য্য হয়েছে
আগামী ৩০শে নভেম্বর ২০২৫, রবিবার।
এই শুভ অনুষ্ঠান উপলক্ষে, ঐদিন দ্বিপ্রহরে সকল আত্মীয় পরিজন ও শুভার্থীদের আপ্যায়ন এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
আপনাদের সকলের শুভেচ্ছা ও আশীর্বাদে
নবজাতকের ভবিষ্যৎ জীবন সুন্দর হয়ে উঠুক –
এই কামনা করি।

বিনীত –

মনিষা সিন্হা রয় ও সৌমাভ গোস্বামী

কৃভান- এর পরম্পরা
জগন্নাথ গোস্বামী (দাদু)
মমতা গোস্বামী (ঠাম্মি)
স্বর্গীয় চন্দন সিন্হা রয় (দাদুন)
নন্দিতা সিন্হা রয় ( দিম্মা)
অনুষ্ঠানের স্থান: নিজস্ব বাসস্থান
কৃষ্ণনগর, নাঙ্গুলপাড়া, হুগলি- ৭১২৪০৬
সময় দুপুর ১২টা থেকে